ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অবশেষে ওএসডি হলেন সেই অতিরিক্ত সচিব সায়লা ফারজানা

২০২৪ সেপ্টেম্বর ০৭ ২৩:৩১:১৩
অবশেষে ওএসডি হলেন সেই অতিরিক্ত সচিব সায়লা ফারজানা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে সেই অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে।

আজ শনিবার রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১৩ আগস্ট বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা।

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা এই কর্মকর্তাকে তার কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) এসে তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন।

বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব।

তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের সহধর্মিনী ।

পুলিশের আলোচিত কর্মকতা মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান গোপালগঞ্জে জন্মগ্রহণকারী বিসিএস ১৭ ব্যাচের এই প্রভাবশালী কর্মকর্তা।

সকাল সাড়ে ১০টায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রথমে তিনি ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখার কর্মকর্তা আলমগীর কবিরের কক্ষে যান। তাঁকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন।

এই সময় বিগত দিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তাঁর কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। এরপর তাকে আটকে রেখে ক্ষোভ ঝারতে থাকেন বঞ্চিতরা।

এই খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁর কক্ষে যান এবং তাঁকে উদ্ধার করে নিজের দপ্তরে নিয়ে যান।

বঞ্চিতরা তখন তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাঁকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেননি।

বঞ্চিতরা তখন তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাঁকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেননি।

শেখ হাসিনা সরকারের ১৭ বছরে মনিরুল ইসলাম ও সায়লা ফারজানা ক্ষমতার দাপটে একাকার ছিলেন। নিজেদের পছন্দের পদে পদায়ন পেয়েছেন অনায়াসে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে