ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ফরহাদ মজহারকে নিয়ে গোলাম মাওলা রনির স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল

২০২৪ সেপ্টেম্বর ০৭ ২১:১৩:১৬
ফরহাদ মজহারকে নিয়ে গোলাম মাওলা রনির স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: কবি, লেখক ও গবেষক ফরহাদ মজহারকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) এই স্ট্যাটাসটি দেন তিনি। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

গোলাম মাওলা রনি লিখেছেন, ‘কবি ফরহাদ মজহারের কথা যতই শুনছি; ততই অবাক হচ্ছি! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী ফরহাদ মাজহার যে এখনো বাংলাদেশে আছেন, তা ভেবে বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে আশাবাদী হয়ে উঠি!’

রনি লিখেছেন, ‘আমি তাঁর অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। কিন্তু তাঁর চিন্তার ভিন্নতা, সাহস এবং কথা বলার শক্তিকে সম্মান করি!’

গোলাম মাওলা রনি আরো লিখেছেন, ‘তাঁকে যারা দলদাস ভেবেছিলেন এবং তাঁর বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন; তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন, তাতে অনেকের লুঙ্গি খুলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে!’

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে