ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী যারা

২০২৪ সেপ্টেম্বর ০৬ ২১:৫২:০৭
জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী যারা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যাচ্ছেন।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম।

ড. ইউনূসের তিন সফরসঙ্গী হলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা তিথি।

প্রসঙ্গত, টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি অধিবেশনে সরকারপ্রধান হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা। প্রতি বারই নিউইয়র্ক নিয়ে যেতেন বিশাল বহর। এই নিয়ে প্রচুর সমালোচনাও ছিল।

২০১৫ সালে শেখ হাসিনা ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন যোগ দেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৩৪ জন।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে