ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বন্যার্থদের সহায়তায় ৪০ লাখ ডলার দিচ্ছে জাতিসংঘ

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৭:৩২:২৫
বন্যার্থদের সহায়তায় ৪০ লাখ ডলার দিচ্ছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশী মানুষের জন্য ৪০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের নিজস্ব কেন্দ্রীয় জরুরী সহায়তা তহবিল (সিইআরএফ) থেকে এই বরাদ্দ দেয়া হয়েছে।

সংস্থার ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া বাংলাদেশের বন্যাদুর্গত ৬০ লাখ মানুষের সহায়তার জন্য এই অর্থ বরাদ্দ করেছেন।

বন্যায় ৩ হাজার ৪০০টির বেশি আশ্রয়কেন্দ্রে ৫ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং ৭ হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। যার ফলে ১৭ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বন্যার কারণে বাংলাদেশে পশু ও মৎস্যসম্পদ খাতে ১৫ কোটি ৬০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে