ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৭:৩১:৫১
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "আমাকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করা যায় রোববার যোগ দেব।"

মোহাম্মদ আজম বাংলা একাডেমিতে অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ অগাস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন রশীদ আসকারী।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে