ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

হোমনায় ৩ জনের লাশ উদ্ধার

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৩:০০:০৮
হোমনায় ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন।

নিহতরা হলেন- উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরানের ভাগনি তিশা আক্তার (১৪)।

স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান চাকরির সুবাদে ঢাকায় থাকেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও ভাগনি তিশা ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা মেরে গলায় ওড়না পেঁচিয়ে খাটের ওপর ফেলে রেখে যায়।

ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের মেরে ফেলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে