ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন ফেডারেশন থেকে সভাপতি সরিয়েছে সরকার

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১১:১৮:৩৩
তিন ফেডারেশন থেকে সভাপতি সরিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক : দেশের ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তিনটি ভিন্ন প্রজ্ঞাপনে এই তিন ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। যার মধ্যে দুজনের ক্ষেত্রে বলা হয়েছে ‘অপসারণ’ ও অন্যজনের ক্ষেত্রে ‘অব্যাহতি’।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পদ থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও কাবাডি ফেডারেশনের সভাপতি পদ থেকে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অপসারণ করা হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে ব্রিজ ফেডারেশনের সভাপতি সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমকে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮–এর ২২ ধারা অনুযায়ী এই তিন সভাপতিকে বাদ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে তিন ফেডারেশনের কোনোটিতেই এখনো নতুন সভাপতি নিয়োগ দেয়নি সরকার।

অনেক দিন ধরে কাবাডি ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ পেয়ে আসছেন পুলিশপ্রধান। সেই ধারাবাহিকতায় কাবাডি ফেডারেশন এরই মধ্যে বর্তমান আইজিপিকে সভাপতি হিসেবে চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। শুধু তা–ই নয়, কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। দুই যুগ্ম সম্পাদকের একজন পুলিশের আরেক কর্মকর্তা। মজা করে অনেকে তাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ‘পুলিশ ফেডারেশন’ বলেও খোঁচা দিতেন।

কাবাডি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়ায় জাতীয় খেলার এই ফেডারেশনটি এখন অভিভাবকশূন্য। তবে যুগ্ম সম্পাদক পদে এখনো আছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (উন্নয়ন) গাজী মোহাম্মদ মোজাম্মেল হক।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে যেমন বেনজীর আহমেদ নিয়োগ পেয়েছিলেন ২০১৪ সালের শেষ দিকে। তখন তিনি ডিএমপি কমিশনার ছিলেন। পরে র‌্যাবের মহাপরিচালক ও আইজিপি হন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও খুনের মামলা হয়েছে। অবশ্য আওয়ামী লীগ সরকার পতনের আগেই তিনি দেশ ছেড়েছেন।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে