ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফেসবুকে সাকিব আল হাসানের নতুন বার্তা

২০২৪ সেপ্টেম্বর ০৪ ২১:০৬:৩৮
ফেসবুকে সাকিব আল হাসানের নতুন বার্তা

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন সাকিব আল হাসান। তার রয়েছে অসংখ্য ভক্ত ও অনুরাগী। তবে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীদের অন্যান্য নেতাদের মতো সাকিবও আছেন তোপের মুখে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নীরবতা নিয়ে চলছে নানা সমালোচনা। এবার অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন এই অলরাউন্ডার।

এরইমাঝে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। এর মধ্যে দিয়ে হোয়াইটওয়াশের অমূল্য স্বাদ পেল বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট জয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

এই জয়ের পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নীরবতা ভাঙলেন সাকিব। বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টে রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

ওই পোস্টে দুই ঘণ্টায় প্রায় ৩ লাখ মানুষ তাতে প্রতিক্রিয়া দেখিয়েছেন। যার মধ্যে প্রায় ১ লাখ ৭৮ হাজার লাভ রিয়েকশন এবং লাইক পড়েছে প্রায় ৮৫ হাজারটি। মন্তব্য করেছেন ৩৮ হাজারের বেশি মানুষ এবং শেয়ার হয়েছে প্রায় ৯ হাজারবার।

সাকিবের ফেসবুক পেইজ ঘুরে দেখা যায় তিনি সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিলেন গত ১৪ জুলাই। এরপর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

এদিকে, এই সময়ের মধ্যে দেশে ঘটে গেছে গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরকার পতন পর্যন্ত পুরোটা সময় নীরব ছিলেন সাকিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাকিবের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও। তবে সব কিছু পেছনে ফেলে মাঠে সক্রিয় ছিলেন তিনি। শেষ ম্যাচের ইনিংসে ২১ রানের ইনিংস খেলেছেন।

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। চলে যাবেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে। ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজে দেখা যাবে সাকিব আল হাসানকে।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে