ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

সরকারি হাসপাতালগুলোতে পুরোদমে সেবা শুরু

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১২:৫৩:১৮
সরকারি হাসপাতালগুলোতে পুরোদমে সেবা শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি হাসপাতাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ তুলে নিয়েছেন চিকিৎসরকরা। এর ফলে দেশের সরকারি হাসপাতালগুলোতে আজ বুধবার ( ৪ সেপ্টেম্বর) থেকে পুরোদমে চিকিৎসাসেবা পুনরায় শুরু হয়েছে।

এর আগে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

তবে মঙ্গলবার সন্ধ্যায় তাদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়।ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আব্দুল আহাদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত চিকিৎসক দল তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেন।

এর মধ্যে ছিল হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ মোতায়েন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং হামলাকারীদের গ্রেপ্তার।সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে বৈঠকে ৪টি প্রধান দাবি নিয়ে আলোচনা হয়।

প্রথম ২টি দাবি ইতোমধ্যে আংশিক বাস্তবায়িত হয়েছে। ঢামেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যেসব এলাকায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়নি, সেসব জায়গায় দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।তৃতীয় এবং চতুর্থ দাবির বিষয়ে, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এসব দাবির দ্রুত বাস্তবায়নে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, যেখানে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিত্ব থাকবে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে