ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

পর্দার শেখ হাসিনা এখন কোথায়?

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৭:৪৮:০৭
পর্দার শেখ হাসিনা এখন কোথায়?

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়া। তাকে এখন মানুষ চেনেন 'পর্দার হাসিনা' হিসেবে। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। সে থেকেই আলোচনায় চলে আসেন নুসরাত ফারিয়া।

তবে নুসরাতকে চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে।

এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা? তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে! বাংলাদেশের আইনে যে কোনো ধরনের বাজি ও জুয়া নিষিদ্ধ। এমনকি সেসবের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা।

সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাকে। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব...’ কথার গানটি যেন কোনো সিনেমার আইটেম গান! গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।’

জানা গেছে, এই অভিনেত্রী এখন দেশের বাইরে আছেন। মাসখানেকের বেশি সময় হলো বিদেশে বেড়াতে গেছেন তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে