ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

আমিরাতে গ্রেপ্তার প্রবাসীদের ছাড়িয়ে আনা সরকারের সফলতা: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৬:০১:১৩
আমিরাতে গ্রেপ্তার প্রবাসীদের ছাড়িয়ে আনা সরকারের সফলতা: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক ৫৭ প্রবাসী বাংলাদেশীর ছাড়া পাওয়া কূটনৈতিক সফলতা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা চাই প্রবাসীরা যেন কোনভাবেই ভোগান্তিতে না পড়ে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাইবো ঢাকা থেকে যাওয়ার সময় থেকে পৌঁছানো পর্যন্ত তারা যেন কোন সমস্যায় না পড়েন। এছাড়া ওখানে যাবার পরেও যেন কোন সমস্যা না হয় সেটাও চেষ্টা করা হবে।

এসময় তিনি জানান, চলতি মাসের মাঝামাঝি ডোনাল্ড লু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে