ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

সই করতে পারেন না হাজী সেলিম

২০২৪ সেপ্টেম্বর ০২ ১৭:২৮:৪৭
সই করতে পারেন না হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০২ সেপ্টেম্বর) আইডিয়াল কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

এ কারণে তার সইয়ের প্রয়োজন ছিল। কিন্তু তিনি তার আইনজীবীকে সই করতে পারেন না বলে জানান।

জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস মিয়া হাজী সেলিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় তার পক্ষে আইনজীবী সই নিতে গেলে সই করতে পারেন না বলে জানান হাজী সেলিম। পরে তার টিপ সই নিয়ে আইনজীবী প্রাণ গোপাল নাথ শুনানি করেন।

পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, রোববার (০১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে