ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে মাহিকে দেড় ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখল কর্তৃপক্ষ

২০২৪ আগস্ট ২৮ ১৮:২৩:৩৫
যে কারণে মাহিকে দেড় ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখল কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দর এখন কড়া অবস্থানে গেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় ‘রুই-কাতলা’। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়।

ঢাকায় সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে।

জানা যায়, নায়িকাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তাঁর নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি।

গণমাধ্যমকে মাহি বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’

মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে। এরপর আবারও ঢাকায় ফিরেছেন এ নায়িকা।

উল্লেখ্য, মাহিয়া মাহি অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। হেরেছেন বেশ বড় ব্যবধানে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে