ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

আনসারকাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয়

২০২৪ আগস্ট ২৬ ১৯:২৯:২৬
আনসারকাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয়

নিজস্ব প্রতিবেদক : সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এমন সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর ওইদিন দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধের এ তথ্য জানানো হয়।

সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় আনসারকাণ্ডের বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

জয় তার পোস্টে লেখেন, ‘সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। তারপরও দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ। ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে