ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শীর্ষে পাঁচ কোম্পানি মালিকদের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর

২০২৪ আগস্ট ২২ ১৫:৪০:৫৩
শীর্ষে পাঁচ কোম্পানি মালিকদের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের শীর্ষ পাঁচ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও তাদের পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ চিঠি দিয়েছে।

শীর্ষে ওই পাঁচ কোম্পানি হলো: বসুন্ধরা, বেক্সিমকো, ওরিয়ন, সামিট এবং নাসা গ্রুপ।

জানা গেছে, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আবদুল আজিজ খান ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের লেনদেনের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে