ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার, কর্মস্থলে ফেরার ঘোষণা

২০২৪ আগস্ট ১১ ২২:২৬:২৩
পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার, কর্মস্থলে ফেরার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সংস্কার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।

একই সঙ্গে সোমবার (১২ আগস্ট) থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ দাবি পূরণের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরই এই সিদ্ধান্ত নেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।

দাবি বাস্তবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরছেন।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। এই আতঙ্কে নিরাপত্তা চেয়েছিলেন তারা।

পুলিশের বিভিন্ন স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কিছু দাবি জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে