ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

আন্তঃনগর ট্রেন চালুর তারিখ নির্ধারণ 

২০২৪ আগস্ট ১১ ১৯:১৭:১৮
আন্তঃনগর ট্রেন চালুর তারিখ নির্ধারণ 

নিজস্ব প্রতিবেদক : আন্তঃনগর ট্রেন চলাচলের তারিখে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন আজ রোববার (১১ আগস্ট) এক ক্ষুদে বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।

বার্তায় বলা হয়, আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে।

তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।

এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে