ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নতুন পরিচয়ে ফিরছেন শ্রীলেখা

২০২৪ জুলাই ২৭ ১১:৩৭:৩০
নতুন পরিচয়ে ফিরছেন শ্রীলেখা

নিজস্ব প্রতিবেদক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার নতুন পরিচয়ে ভক্তদের মাঝে ফিরবেন এই অভিনেত্রী।

কলকাতার ক্যামেলিয়া প্রোডাকশনের নতুন ওটিটি প্ল্যাটফরম ‘ফ্রাইডে’-র সিরিজ পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজের নাম ‘পান সুপারি’।

বেশ অনেকদিন ধরেই আলোচনা চলছিল যে ক্যামেলিয়া প্রোডাকশন তাদের ওটিটি প্ল্যাটফরম নিয়ে আসছে। অবশেষে নতুন প্ল্যাটফরম ‘ফ্রাইডে’-র আনুষ্ঠানিক লঞ্চ হতে চলেছে।

একগুচ্ছ নতুন কনটেন্ট নিয়ে ‘হইচই’, ‘আড্ডাটাইমস’ এবং ‘ক্লিক’-এর পরে বাংলার ওয়েব জগতে বড় ধামাকা হতে চলেছে ‘ফ্রাইডে’।

২৬টি ওয়েব সিরিজ এবং দুটি অরিজিনাল ফিচার ফিল্ম আনার পরিকল্পনা তাদের। ইতোমধ্যে সাতটি সিরিজ তৈরি হয়ে গেছে, মেকিং-এর পর্যায়ে রয়েছে বাকিগুলো।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অফ ক্রাইম’ (সিনেমা থেকে সিরিজ), অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো’, আবু হায়াত মাহমুদের ‘ভালোবাসা’, কৌশিক করের ‘ফটাশ’ –এই সাতটি সিরিজ দিয়ে লঞ্চ হবে। আরো গুরুত্বপূর্ণ পরিচালকেরাও তালিকায় রয়েছেন।

সৃজিত মুখোপাধ্যায় ‘রেনেসাঁ’ নিয়ে আসছেন, যার বিষয় বাংলার মনীষীদের কেন্দ্র করে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে