ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আমেরিকায় হোটেলে আগুন, প্রাণ বাঁচাতে ছুটলেন চঞ্চল, শ্রাবন্তীরা

২০২৪ জুলাই ০৭ ২৩:০৪:০৯
আমেরিকায় হোটেলে আগুন, প্রাণ বাঁচাতে ছুটলেন চঞ্চল, শ্রাবন্তীরা

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের শিকোগোতে একটি পাঁচ তারকা হোটেলে গভীর ঘুমে ছিলেন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। সঙ্গে ছিলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরীও।

সকালের স্নিগ্ধ আলোয় ঘুম ভাঙার কথা থাকলেও রাত ভোরে বেরসিক অ্যালার্ম বেজে ওঠে কর্কশ শব্দে। এর অর্থ, ‘জায়গাটি নিরাপদ নয়। হোটেলের কোনো একটি কক্ষে আগুন লেগেছে। প্রাণ বাঁচাতে চাইলে পালাও।’

আনন্দবাজার জানিয়েছে, অ্যালার্ম শুনে হুড়মুড়িয়ে উঠে বসেন স্বস্তিকা, শ্রাবন্তী, চঞ্চলরা। প্রাণ বাঁচাতে দৌড়ান সবাই। লক্ষ্য একটাই। হোটেল থেকে বের হওয়া। অধিকাংশ শিল্পী রাতের পোশাকেই দৌড়ে নেমেছেন নীচে।

এমন দম আটকে আসা অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন কয়েকজন। অভিনেতা ও নির্মাতা অরিন্দম শীল বলেন, ‘ভালো করে চোখ মেলতে পারিনি। হঠাৎ অ্যালার্মের শব্দে ধড়মড়িয়ে উঠে বসি। খাটে রাজ্যের জিনিসপত্র ছড়ানো। কিন্তু গোছাবে কে? আগে জিনিস না আগে প্রাণ?’

এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন চঞ্চল চৌধুরীও। তিনি বলেন, ‘ভোরবেলা হোটেলের প্রতিটি রুমের অ্যালার্ম বেজে গেল। কেউ হয়তো রুমে সিগারেট খেয়েছিল। ওইটা নিয়ে। কলকাতা ও ঢাকা থেকে একটা বিশাল টিম আসছি। সবাই শুধু পাসপোর্ট নিয়ে বের হতে পারলেই বেঁচে যায় ‘

তিনি বলেন, ‘লাগেজ রেখে নিচে নেমে পড়ি। লিফট বন্ধ হয়ে গেল। পরে সিঁড়ি দিয়ে নামতে হয়। এই অ্যালার্ম ২০ মিনিটের মতো বাজতে থাকল। তারপর থামল। এর মধ্যে সবাই লবিতে জড়ো হলো। পরে অ্যালার্ম যখন থামল, তখন সবাই আবার সিঁড়ি বেয়ে যার যার রুমে যায়।’

তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কৌশিক গাঙ্গুলি বলেন, ‘আমরা সবাই হইহই করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম। প্রত্যেকে কিংকর্তব্যবিমূঢ়। সকলের একটাই চিন্তা, যে করে হোক প্রাণে বাঁচতে হবে।’

শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে চঞ্চল চৌধুরী, প্রাণ বাঁচানোর দৌড়ে শামিল সকলে। ছিলেন হোটেলের বাকিরাও। তবে অরিন্দম জানান, সবাই এখন নিরাপদে রয়েছেন। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সিঁড়ি বেয়ে এক্সিট নেন তারা। মিনিটের মধ্যেই হাজির দমকল। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। সকলকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

আমেরিকার শিকাগোতে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স আয়োজিত ফিল্মফেয়ার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। টলি তারকারা অংশ নিতে শিকাগোতে উড়ে গেছেন। সবকিছু ঠিকঠাক শেষ হয়েছিল, কিন্তু ভোর রাতে আগুন সবার হাড় হিম করে দিল।

মামুন/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে