ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিয়ে করছেন দীঘি!

২০২৪ জুলাই ০২ ১৮:৩৬:২৬
বিয়ে করছেন দীঘি!

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে―বিয়ে করছেন দীঘি। কিন্তু আসলেই কি বিয়ে করছেন তিনি? তবে এই গুঞ্জনের জন্য অবশ্য তিনি নিজেই দায়ী।

সোমবার (০১ জুলাই) রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। একটি বিয়ের কার্ড পোস্ট করেন অভিনেত্রী। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং! ওই পোস্টের ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল? দীঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন। তবে কারো কমেন্টের উত্তর দেননি দীঘি। বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জন উসকে দিয়ে রহস্য করছেন তিনি।

এ বিষয়ে দীঘির বাবা ও অভিনেতা সুব্রত গণমাধ্যমকে বলেন, ‘বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা—তা আজ সন্ধ্যায় জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে