ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন

২০২৪ জুলাই ০১ ১১:০১:৫২
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম। সভায় আরও অংশ নেন পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈন উদ্দিন মোনেম, ডা. শামীম খান, সৈয়দ মিনহাজ আহমেদ, জাকির আহমেদ খান, দাস দেব প্রসাদ, উদ্যোক্তা শেয়ারহোল্ডার শফিকুর রহমান টিটু ও মো. ইমরুল আলম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম সংযুক্ত শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে