ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন

২০২৪ জুন ৩০ ১৫:৩৪:০৮
ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৯৬ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা অয়েলের। এদিন কোম্পানিটির ৯৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ৭৯ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৪ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজ্যুমারের ১৬ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার টাকা, সী পার্ল রিসোর্টের ৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৭৬ লাখ ৩০ হোজার টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকা এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ২ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে