ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

আইএফআইসি ব্যাংকের বোনাস শেয়ার অনুমোদন

২০২৪ জুন ২৭ ১৯:৩০:২১
আইএফআইসি ব্যাংকের বোনাস শেয়ার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড মুডে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাব ঢাকাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এ.আর.এম. নজমুস ছাকিব, সুধাংশু শেখর বিশ্বাস, কামরুন নাহার আহমেদ, মো. গোলাম মোস্তফা, শাহ মঞ্জুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক উপস্থিত ছিলেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান ভার্চুয়াল পদ্ধতিতে সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ২০২৩ সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার ওপর নিরীক্ষক ও পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে