ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের সূচক ও লেনদেনে ইতিবাচক বার্তা

২০২৪ জুন ২৭ ১৫:১৭:৩২
শেয়ারবাজারের সূচক ও লেনদেনে ইতিবাচক বার্তা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন শেয়ারবাজার পতনের বৃত্তে আটকে থাকার পর ধীরে ধীরে সামনে যেতে শুরু করেছে। চলতি সপ্তাহের পাঁচ দিনের মধ্যে চার দিনই সূচক ছিল ইতিবাচক। সবচেয়ে বড় কথা হলোজ, গত তিন কর্মদিবস সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ সূচক বেড়েছে ৫২ পয়েন্টের বেশি। আর লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজকের লেনদেন গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজার ভয়াবহ তলানি থেকে ওপরের দিকে উঠছে। সব দিক থেকে বাজার এখন বিনিয়োগ অনুকূল। এখন বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনাই সমধিক। এই বিষয়টি মাথায় রেখে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছে। পাশাপাশি ছোট বিনিয়োগকারীরাও বাজারে ফিরতে শুরু করেছে। যে কারণে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা বইছে।

বৃহস্পতিবারের বাজার পরিস্থিতি

আজে বৃহস্পতিধবার (২৬ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ১২ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা।

আজ ডিএসইতে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগেরদিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২৪১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ১১৫টির, কমেছিল ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে