ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনা

২০২৪ জুন ০৮ ১৫:৫৫:৪৮
নিউইয়র্কে বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনা

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১০ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এদিন খেলা দেখার জন্য ‘টিকিট আপনার, যাতায়াত আমাদের’ অনেকটা এমন স্লোগানে দল বেঁধে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন নিউইয়র্ক প্রবাসীরা।

ওইদিন স্টেডিয়াম এলাকায় গাড়ি পার্কিংয়ের স্থান জটিলতাকে সামনে রেখে ৪০ ডলার ফিতে ছোট-বড় গ্রুপে ভাগ হয়ে খেলা দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন প্রবাসীরা।

কেউ কেউ ৫০ আসনের বাস ভাড়া করেছেন, অনেকে এক গাড়িতে অন্যদের নিয়ে কিংবা দল বেঁধে পাবলিক ট্রান্সপোর্টে স্টেডিয়াম যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। উদ্দেশ্য একটাই হৈ-হুল্লোড় আর মাস্তি করে নিজ দলকে উৎসাহ দেওয়া।

তবে দিন দশেক আগেও চিত্রটা এমন ছিল না। ক্রিকেট দুনিয়ায় একেবারেই আনাড়ি আমেরিকার কাছে দু-দুটি প্রস্তুতি ম্যাচে হার বড় একটা ক্ষত তৈরি করেছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে।

সেই ক্ষোভ থেকেই কি না, আইসিসির লটারি জিতে হোক কিংবা পরে যারা টিকিট কিনেছিলেন তাদের অনেকের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট বিক্রি করে দেওয়ার হিড়িক পড়েছিল।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গ্রুপগুলোয় দেখা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নানা ট্রল। শুধু মাঠের পারফরম্যান্সই তো নয়, মিডিয়ায় খেলোয়াড়দের নিয়ে খেলাবহির্ভূত নানা নেতিবাচক খবরেও বিরক্ত হয়েছিলেন খেলাপাগল মানুষ।

কিন্তু বিশ্বকাপ মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই পাল্টে যেতে থাকল দৃশ্যপট। অনেকের মধ্যেই ফিরে এসেছে সেই চেতনা জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ।

লাল-সবুজ জার্সি কেনার জন্য জায়গায় জায়গায় ধরনা দিচ্ছেন অনেকেই। তবে এটাও সত্য যে বাংলাদেশের খেলা দেখা থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে