ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছে শাকিব-ঈধিকা

২০২৪ জুন ০২ ১৮:২৬:১৪
ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছে শাকিব-ঈধিকা

বিনোদন ডেস্ক : 'প্রিয়তমা' ছবিতে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এই ছবি দিয়েই অধিকারের বড় পর্দায় ক্যারিয়ার শুরু। এরপর দুজনেই ব্যস্ত। তবে আলাদাভাবে। নতুন কোনো কাজে ঐক্যবদ্ধ নয়।

এবার ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এলো এই দুই তারকা। ফের এক সিনেমায় দেখা যাবে শাকিব-ইধিকাকে। ‘বরবাদ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রগুলোর দাবি, সেপ্টেম্বর থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং।

শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন মিশা সওদাগর।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন।

উল্লেখ্য, গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে এই এই অভিনেত্রীর। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব-ইধিকা জুটি।

তারপর বাংলাদেশের ‘কবি’ নামের এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে