ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিয়ে করেছেন দেব, আছে ৩ বছরের সন্তানও!

২০২৪ জুন ০১ ১৫:০৮:৩৬
বিয়ে করেছেন দেব, আছে ৩ বছরের সন্তানও!

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। এই নায়কের সঙ্গে রুক্মিণীর প্রেমের গল্প কারও অজানা নয়। তারা নিজেরাই সম্পর্কের কথা স্বীকার করেছেন।

দেব-রুক্মিণীর রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সব সময়ে সরব। দুজনকে একসঙ্গে উপভোগ করছেন নেটিজেনরাও। সেই কারণে দুই জনের দিকে তারা প্রায়ই প্রশ্ন ছুড়ে দেন কবে বিয়ে করছেন। ভক্তরা জানতে চান প্রেমের রসায়ন কবে বিয়েতে রূপ নেবে।

এতদিন বিষয়টি নিয়ে কোনো উত্তর দেননি দেব। এবার সরাসরি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে নায়ক একটি পোস্ট শেয়ারের মাধ্যমে জানালেন, তিনি বিয়ে করেছেন এবং তিন বছরের একটি সন্তানও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

এক্স হ্যান্ডেলে গুগলের এক স্ক্রিনশট রি-পোস্ট করেছেন দেব। যেখানে স্পষ্ট লেখা, ২০২১ সালের ৬ মে নাকি রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড সুপারস্টার। শুধু তাই নয়, সেখানে আরও লেখা, দেব-রুক্মিণীর একটি সন্তানও রয়েছেন।

গুগলে চর্চিত প্রশ্ন, দেবের স্ত্রী কে? উত্তর, ‘দেব এক জন অভিনেতা। তিনি কবীর, মাউন্টেন অফ দ্য মুন, সাঁঝবাতির জন্য পরিচিত।’ তার পরেই টুইস্ট, তিনি ৬ মে, ২০২১ থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ! তাদের একটি সন্তানও রয়েছে!

বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেবও। তিনিও কি কম রসিক? মাত্র একটি শব্দ ‘আমিও’ খরচ করে দুধ আর পানি আলাদা করে দিয়েছেন।

শেয়ারনিউজ, ০১ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে