ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

হঠাৎ কেন লন্ডন উড়াল দিচ্ছেন তাসনিয়া ফারিণ?

২০২৪ মে ৩০ ১২:৩৮:০৮
হঠাৎ কেন লন্ডন উড়াল দিচ্ছেন তাসনিয়া ফারিণ?

বিনোদন ডেস্ক : সম্প্রতি বড় পর্দায় অভিষেক হয়েছে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি শুক্রবার (২৪ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

প্রথম সিনেমায়ই ফারিণ বাজিমাত করে দিয়েছেন। এই সিনেমার মধ্য দিয়ে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।

এই সিনেমার জন্য তাসনিয়া ফারিণ প্রশংসায় ভাসছেন। এবার সিনেমাটি প্রদর্শিত হবে রেইনবো চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে যোগ দিতে লন্ডনে যাচ্ছেন ফারিণ।

এক ভিডিওবার্তায় এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আগামী ২ জুন শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে রেইনবো চলচ্চিত্র উৎসব। ২৫তম রজতজয়ন্তী উৎসবের সমাপনী দিন দেখানো হবে ‘ফাতিমা’।

‘ফাতিমা’ সিনেমাটির যখন শুটিং শুরু হয়, অভিনেত্রী তাসনিয়া ফারিণ তখনো সেভাবে ডানা মেলেননি। সবে শুরু অভিনয়ের পথচলা।

ফারিণ এখন প্রতিশ্রুতিশীল তারকা, বিদেশ থেকে তার ‘ফাতিমা’ও এনেছে পুরস্কার। ছয় বছর আগে এই সিনেমার নাম ছিল ‘দাহকাল’। গল্পের স্বার্থে পরে বদলে নামকরণ করা হয় ‘ফাতিমা’।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে