ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা

২০২৪ মে ২৭ ০৫:৫৪:৪৩
উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির থেকে কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করায় ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকরা উল্লাস প্রকাশ করেছেন।

ইসরায়েলি সেনাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর রোববার অধিকৃত ফিলিস্তিনি পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে বিজয় উদযাপন করেছে দেশ দুটির মানুষ।

পার্সটিভির খবরে বলা হয়, দক্ষিণ পশ্চিম তীরের শহর ডুরা, আইন আল-হিলওয়ে, নাহার আল-বারেদ, আল-বাস এবং লেবাননের রাশিদিয়েহ শহরে বিক্ষোভ হয়েছে।

এর আগে হামাসের আল-কাসাম ব্রিগেড গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়।

কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাহ আজ ভোরে বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত একটি অডিও বার্তায় এই কথা বলেন।

তিনি বলেন, গতকাল হামাস যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি "জটিল অভিযান" চালায়। তারা ইহুদিবাদী সৈন্যদের প্রলুব্ধ করে একটি সুড়ঙ্গে ফেলে দেয়। সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় যাতে বেশ কয়েকজন দখলদার বাহিনী নিহত হয়।

এদিকে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে রক্তাক্ত ইসরায়েলি সৈন্যকে একটি সুড়ঙ্গ দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বন্দী ক্লান্ত সৈন্য ও রাইফেলের ছবিও আছে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে