ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরাইলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

২০২৪ মে ২৬ ১৯:৩৬:৩৫
ইসরাইলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস অধিকৃত ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিব সহ কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

আজ রোববার (২৬ মে) হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে তেল আবিব ও আশপাশের এলাকা। আল-জাজিরার খবর

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয় অঞ্চলে রকেট নিক্ষেপ করেছে হামাস।

আরেকটি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ থেকে এসব রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে যে রাফাহতে যে স্থানে রকেট ছোড়া হয়েছিল সেখান থেকে ইসরায়েলি সেনারা মাত্র কয়েকশ মিটার দূরে রয়েছে। এবং তাদের এড়িয়ে গিয়ে হামাস যোদ্ধারা সেখান থেকে আক্রমণ করতে সক্ষম হয়।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেল আবিবে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামাসের রকেট হামলার পর তেল আবিব, পেতাহ টিকভা, হার্জলিয়া এবং রামাত হাসরনে বিকট আওয়াজ শোনা গেছে বলেও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

হামাস তেল আবিব ও অন্যান্য স্থানে রকেট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে, হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে যে আমাদের জনগণের উপর ইহুদিবাদী গণহত্যার প্রতিবাদে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের জেরে শনিবার যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা বেড়েছে। এ অবস্থায় আজ আবারও ইসরায়েলে হামলা চালায় হামাস।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে