ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকার আইওয়া, বহু হতাহত

২০২৪ মে ২২ ১৯:২১:৪৯
টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকার আইওয়া, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের গ্রিনফিল্ডের ছোট্ট শহরটিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শহরের বড় অংশ কার্যত ধ্বংস হয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, এই টর্নেডো দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে গেছে। টর্নেডোতে অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। অনেক গাড়ি ভেঙে পড়েছে। ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে পুরো এলাকায়।

প্রতিবেদনে বলা হয়, টর্নেডো এবং ভারী বৃষ্টির কারণে নেব্রাস্কা, ইলিনয় এবং উইসকনসিনেও বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

আইওয়া পুলিশ মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই টর্নেডোতে কতজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গ্রিনফিল্ড ডেস মইনেস থেকে প্রায় ৫৫ মাইল দূরে ২০০০ লোকের একটি শহর। ভিডিও ফুটেজে শহর ছাড়াও আইওয়া জুড়ে ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে। ধসে পড়া ভবন, উল্টে যাওয়া গাড়ি এবং ভাঙা উইন্ড টারবাইন সর্বত্র।

গ্রিনফিল্ড শহরের প্রধান হাসপাতাল ভবনটিও টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আহতদের অনেককে চিকিৎসার জন্য অন্যত্র যেতে হয়েছে।

মঙ্গলবার রাতে আইওয়া স্টেট পেট্রোল সার্জেন্ট অ্যালেক্স ডিঙ্কলা সাংবাদিকদের বলেন, গ্রিনফিল্ডের একটি "বড় অংশ" ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা অজানা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনও হতাহতের সংখ্যা হিসাব করছি।

আইওয়ার গভর্নর কিম রেনল্ডস বুধবার সকালে ক্ষয়ক্ষতি জরিপ করতে গ্রিনফিল্ড পরিদর্শন করবেন। এক বিবৃতিতে গভর্নর বলেন, ‘কয়েক সপ্তাহ আগে আইওয়ার কিছু অংশে টর্নেডো আঘাত হানে। এটা বিশ্বাস করা কঠিন যে এটি আবারও ঘটেছে।’

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে