ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবি আবাসিক হলে ঢুকতে হবে কার্ড পাঞ্চে, গ্রন্থাগারেও কার্ড পাঞ্চ : উপাচার্য

২০২৪ মে ১৯ ০৫:৫১:৫৩
ঢাবি আবাসিক হলে ঢুকতে হবে কার্ড পাঞ্চে, গ্রন্থাগারেও কার্ড পাঞ্চ : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির আবাসিক হল এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে অছাত্র ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশ ঠেকানোর কথা ভাবছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেছেন, আগামী বছর থেকে আবাসিক হলে নির্ধারিত কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিদায়ী নবম, দশম ও একাদশ ব্যাচকে অগ্রায়ণ (বিদায়) এবং নবীন পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ ব্যাচকে বরণ করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমি দুবার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে গিয়েছি দেখার জন্য। দুবারই দেখেছি, সবাই বিসিএস পড়ার জন্য (সেখানে) যায়। এর অর্থই দাঁড়ায়, যে বিষয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করে, সেই বিষয়ে পড়ে তারা আনন্দ খুঁজে পায় না।...আমাদের ভাবতে হবে, আমরা যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করাই, ভবিষ্যতে এ পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানোর প্রয়োজন আছে কি না।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে প্রায় ১৫ রকমের অ্যাপ্লিকেশন রয়েছে, এমন কার্ড দেওয়া হয়েছে। আমাদের শিক্ষকদেরও দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে আবাসিক হলে সেই নির্ধারিত কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। যদি কেউ মেয়াদোত্তীর্ণ ছাত্র থাকে, কেউ যদি বহিরাগত থাকে, তারা হলে ঢুকতে পারবে না। আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। মেয়াদোত্তীর্ণ যেসব ছাত্র গ্রন্থাগারে গিয়ে বিসিএস পড়ে, তাদের আগামী মাস থেকে সেখানে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। কথাগুলো বলার কারণ হলো, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা রূপান্তরের কথা ভাবছি। আমাদের শিক্ষার্থীদেরও ভাবতে হবে তাদের রূপান্তরের কথা।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন রাশেদা ইরশাদ নাসির এবং সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র, অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আরও বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে