ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

মার্চে সৌদি থেকে বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স বেড়েছে ২৮ শতাংশ

২০২৪ মে ১৮ ১০:১৭:২৫
মার্চে সৌদি থেকে বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স বেড়েছে ২৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অর্থনীতি মূলত বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে, অর্থনীতির পরিবর্তনের ধারায় সৌদি আরব দক্ষ ও উচ্চশিক্ষিত পেশাদারদের আকৃষ্ট করার ওপর গুরুত্ব দিচ্ছে। দেশে বিনিয়োগ, ব্যবসা ও ভিসা নীতিতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এ কারণে এ অঞ্চলে রেমিট্যান্স প্রবাহের ধারা পরিবর্তন হচ্ছে।

সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, মার্চে দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীরা নিজ নিজ দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ১৯৬ কোটি রিয়ালের (সর্বশেষ বিনিময় হার অনুযায়ী প্রায় ৩১৯ কোটি ডলার) সমপরিমাণ।

সে অনুযায়ী, এক মাসের ব্যবধানে সৌদি আরব থেকে বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স-প্রবাহের হার বেড়েছে ২৮ শতাংশ বেশি।

এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় দেশটি থেকে মার্চে বহির্মুখী রেমিট্যান্স-প্রবাহ বেড়েছে প্রায় ৪ শতাংশ।

জ্বালানি তেলনির্ভরতা থেকে সরে এসে সৌদি সরকার কয়েক বছর ধরে বৈচিত্র্যকরণ-নীতি বাস্তবায়নে কাজ করছে। এর আওতায় দেশটিতে সরকারি, বেসরকারি নানা ধরনের উন্নয়ন প্রকল্প চালু করেছে। সামনে শিল্প থেকে বিনোদনসহ নানামুখী খাতের সম্প্রসারণ বাড়বে। এ কারণে দেশটিতে বিদেশি কর্মী বাড়ছে।

অবশ্য মার্চের রেমিট্যান্স-প্রবাহ নিয়ে বিশ্লেষকরা বলছেন, মার্চে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান শুরু হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোয় সৌদি রেমিট্যান্স পাঠানো বেড়ে যায়। এ সময় উৎসব বাবদ খরচ ও জাকাতের মতো ধর্মীয় বাধ্যবাধকতা পূরণে বেশি অর্থ ব্যয় হয়। সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বৈচিত্র্যকরণ-নীতি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে দেশটির প্রতি আগ্রহী করে তুলেছে।

২০২২ সালের এক জনশুমারি অনুসারে, সৌদি আরবে অবস্থান করছেন এমন বিদেশির সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ, যা দেশটির মোট বাসিন্দা ৩ কোটি ২২ লাখের ৪১.০৬ শতাংশ।

এর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ২১ লাখ ২০ হাজার বা মোট প্রবাসীর ১৫.০৮ শতাংশ। এরপর ১৪ শতাংশ হিস্যা নিয়ে আছেন ১৮ লাখ ৮০ হাজার ভারতীয়।

শীর্ষ পাঁচের বাকি তিন দেশ হলো পাকিস্তান, ইয়েমেন ও মিশর।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে