ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

একদিনের ব্যবধানে আবারও দুর্ঘটনায় বিমান

২০২৪ মে ১১ ১১:১১:২৯
একদিনের ব্যবধানে আবারও দুর্ঘটনায় বিমান

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র একদিনের ব্যবধানে আবারো বিধ্বস্ত হলো মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর একটি বিমান। সেনেগালে রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ মে) দুপুর একটার দিকে এই দুর্ঘটনা হয়। আটাত্তর জন যাত্রীসহ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। বিমানটি সেনেগাল থেকে মালি যাওয়ার কথা ছিলো। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া রানওয়েটি রাত ১১টা নাগাদ খুলে দেওয়া হয়।

বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি ভাড়ায় চালাচ্ছিলো এয়ার সেনেগাল।

এর আগে, বুধবার ইস্তাম্বুল বিমানবন্দরে মার্কিন ডাক সরবরাহ সংস্থা ফেডএক্সের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। ওই বিমানটির নির্মাতাও বোয়িং।

২০২৩ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটি নিয়ে সমালোচনা শুরু হলে তথ্যফাঁস করা বোয়িংয়ের দুই কর্মীর রহস্যজনক মৃত্যু হয়।

সম্প্রতি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ-এফএএ।

শেয়ারনিউজ, ১১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে