ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

যুদ্ধবিরতিতে সম্মত হামাস, জবাবে যা জানাল ইসরাইল

২০২৪ মে ০৭ ০৫:৫১:৪৯
যুদ্ধবিরতিতে সম্মত হামাস, জবাবে যা জানাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে।

দলটির সম্মত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসরাইল জানিয়েছে, হামাসের এেই ধরনের হালকা প্রস্তাব তারা গ্রহণ করবে না।

সোমবার রাতে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধবিরতির যে প্রস্তাব হামাস দিয়েছে তা তারা গ্রহণ করবে না। কারণ ইসরাইল হামাসের এই প্রস্তাবকে হালকা প্রস্তাব বলে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিসরের মধ্যস্থতায় হামাস সম্মত হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সুদূরপ্রসারী সমাপ্তি রয়েছে বলে ইসরাইল মনে করে। যে কারণে এই প্রস্তাব ইসরাইল সমর্থন করবে না।

ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমও একই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের চুক্তি ইসরাইল সরকার গ্রহণ করেনি।

এদিকে সোমবার হামাস নেতা খলিল আল–হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা।

তিনি জানান, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার ও মিসর।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার তিনি বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএর প্রধান বিল বার্নস কাজ করছেন। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছেন।

শেয়ারনিউজ ০৬ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে