ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

মজুরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় সহশ্রাধিক শ্রমিকের মিছিল

২০২৪ মে ০১ ২২:১২:৫৩
মজুরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় সহশ্রাধিক শ্রমিকের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মজুরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় মিছিল করেছে সহশ্রাধিক শ্রমিক।

বুধবার (০১ মে) শ্রমিক দিবসের দিন কুয়ালালামপুরের দাতারান মারদেকা স্কয়ারে সহশ্রাধিক শ্রমিক একযোগে তাদের ন্যূনতম উচ্চ মজুরিসহ আরো ভালো অধিকারের দাবিতে মিছিল করে।

শ্রমিকরা মেনারা মে ব্যাংক থেকে মাত্র ৩০ মিনিটের জন্য দেশটির পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম), পার্টি মুদা, পার্টি বেরসিহ এবং এমপাওয়ারের মতো মোট ৬০টি দলের সমর্থনে এই মিছিল করেছে।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, শ্রমিকরা বলেছে ২০০২ সালের ন্যূনতম মজুরি আদেশের অধীনে বর্তমানে আমাদের মজুরি মাত্র ১৫০০ রিঙ্গিত, যা বর্তমানে আমাদের জীবনযাত্রা ব্যয়ের তুলনায় খুবই কম।

শ্রমিকরা আরো উল্লেখ করেছে, সমস্ত শ্রমিককে এই পরিমাণ অর্থও তারা দিচ্ছে না। এক বিবৃতিতে সমাবেশের আয়োজকরা বলেছেন, বি ফোর্টি নাগরিকরা (বি৪০), বিশেষ করে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং বেকাররা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম

ধ্যবিত্ত নাগরিকরাও এখন একই সমস্যার মুখোমুখি হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে- ন্যূনতম ২ হাজার রিঙ্গিত মজুরি করা, এটা শুধু নিয়মমাফিক সাধারণ খাতে শ্রমিকদের জন্য ১ হাজার রিঙ্গিত করে নয়। এটি সবার জন্য বিশেষ করে, অভিবাসী শ্রমিকদেরও এ অধিকার দিতে হবে।

মালয়েশিয়াকিনি'র পিএসএম চেয়ারম্যান মাইকেল জেয়াকুমার দেবরাজ জানিয়েছেন, গত পাঁচ দশকে মালয়েশিয়ার জিডিপি ২৪ গুণ বৃদ্ধি পেলেও শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র ১.৩০ গুণ।

দেবরাজ জানিয়েছেন, দেশের সমৃদ্ধি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তবুও, শ্রমিকদের জন্য সুযোগ এখনও অসমভাবে কম।

পাবলিক সার্ভিস বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান আব্দুল আজিজ বলেছেন, বেতন বৃদ্ধির ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে সমস্ত বেসামরিক কর্মচারীদের উত্পাদনশীলতা এবং দক্ষতা বাড়াতে হবে। তিনি বলেন, আমি ১২ বছরের বেশি বেতনের কোনো সংশোধন করিনি।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে