ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ট্রুডোকে ‘উন্মাদ’ বলায় বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

২০২৪ মে ০১ ২১:০৫:০৬
ট্রুডোকে ‘উন্মাদ’ বলায় বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধীদলীয় নেতার সমালোচনার মুখে পড়েছেন। এর পরই তিনি মহা সমস্যায় পড়েন। তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (০১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, কানাডার কনজারভেটিভ নেতা পিয়েরে পোইলিভরেকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাগল বলেছেন। তার বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকার করার পর, তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয় দিনের বাকি সময়ের জন্য।

বিবিসি জানিয়েছে, আগামী বছর কানাডায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে ট্রুডো ও পিয়েরের মধ্যে প্রতিযোগিতার কথা রয়েছে। মঙ্গলবার তাকে হাউস অব কমন্স থেকে বহিষ্কার করা হয়।

এদিকে রয়টার্স জানিয়েছে, নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছে কনজারভেটিভরা। পিয়েরে কার্বন ট্যাক্সের জন্য ক্ষমতাসীন লিবারেল সরকারকে নিয়মিত আক্রমণ করেছেন। এর ফলে মূল্যস্ফীতি বাড়ছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার হাউস অব কমন্সে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতা ট্রুডোকে প্রশ্ন করেন, "এই পাগল প্রধানমন্ত্রীর পাগলামি নীতি কবে শেষ হবে?" স্পিকার গ্রেগ ফার্গাস তাকে চারবার মন্তব্য প্রত্যাহার করতে বলেন। কিন্তু প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

স্পিকারের আহ্বানে সাড়া না দিয়ে, তিনি পিয়েরেকে বলেন যে, পিয়েরে স্পিকারের কর্তৃত্বকে উপেক্ষা করেছেন। তারপর তাকে বাকি দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ফাউরে-পিয়েরে এবং তার দলের অধিকাংশ আইনপ্রণেতা সংসদ ত্যাগ করেন।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্ট থেকে একজন কেনো সদস্যকে এভাবে বহিষ্কার করার ঘটনা বিরল।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে