ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে প্রত্যাশা ওয়ার্ল্ডের রঙিলা বৈশাখ অনুষ্ঠিত

২০২৪ মে ০১ ১৫:৪৩:৩৭
সিডনিতে প্রত্যাশা ওয়ার্ল্ডের রঙিলা বৈশাখ অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক : প্রত্যাশা ওয়ার্ল্ড কর্তৃক চতুর্থবারের মতো ২৭ এপ্রিল সিডনিতে উদযাপিত হয়েছে রঙ্গিলা বৈশাখ। এর আগে ১৪ এপ্রিল তারা ছোট পরিসরে পহেলা বৈশাখ বৈশাখ উদযাপন করেন।

সিডনির ইঙ্গেলবার্ন গ্রেগ পার্সিভাল হলে বিকেল ৪টা থেকে শুরু হওয়া রঙিলা বৈশাখ' উৎসবের প্রধান আকর্ষণ ছিল হাতে নির্মিত কারুকার্য সজ্জিত নাগরদোলা, নৌকা এবং বৈশাখের হরেক রঙের বিলবোর্ড ও বৈশাখী স্টেজ।

সিডনির বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভাকাঙ্খীরা বিকেল থেকেই একক ও দলীয় সংগীত, নৃত্য পরিবেশনা ও আবৃত্তিসহ বৈশাখের বিভিন্ন সাংষ্কৃতিক পরিবেশনা উপভোগ করে।

আয়োজকরা মঞ্চে স্পনসরসহ কমিউনিটির শ্রদ্ধাভাজন বক্তিদের সম্মানিত করে। বৈশাখের এই আয়োজনে দেশীয় খাবারের মধ্যে ছিল ফুসকা, চটপটি, হরেক স্বাধের পিঠা, সমুসাসহ নানা ধরনের মিষ্টান্ন।

আগামীতে উৎসবে ভিন্নমাত্রা যোগ হবে– এই অঙ্গীকার জানিয়ে আয়োজক কমিটির পক্ষে প্রত্যাশা ইকবাল ও রাসেল ইকবাল বৈশাখী আয়োজনের সমাপ্তি ঘোষণা করে।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে