ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ধনকুবেরের মৃত্যুদণ্ডের রায় পাল্টাল ইরান, কেন?

২০২৪ মে ০১ ১৫:৩৯:৪৮
ধনকুবেরের মৃত্যুদণ্ডের রায় পাল্টাল ইরান, কেন?

আন্তর্জাতিক ডেস্ক : ধনকুবের বাবাক জানজানির মৃত্যুদণ্ড বাতিল করেছে ইরান। শাস্তি কমিয়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগ পরিচালিত বার্তা সংস্থা মিজানকে এর কারণ জানিয়েছেন ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, প্রায় ৩০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আত্মসাতের দায়ে বাবাক জানজানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে সাজা কমিয়ে তার কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কারণ, আদালতের দেওয়া শর্ত তিনি মেনে নিয়েছেন।

তিনি আরও জানান, ইরানি কর্তৃপক্ষকে জানজানি সহায়তা করতে রাজি হয়েছেন। বিদেশে থাকা তার সম্পদ ফিরিয়ে এনে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে জানজানি বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে ওই নগদ অর্থ তিনি হস্তান্তর করতে পারেননি।

জানা গেছে, ২৭০ কোটি ডলার পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের কারণে জানজানিকে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়। ইরানের তেল মন্ত্রণালয় থেকে অভিযোগটি করা হয়। ২০১৬ সালে জানজানিকে দোষী সাব্যস্ত করে আদালত।

ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে পারমাণবিক অস্ত্র তৈরির গুঞ্জনে বিশ্বে উত্তেজনা দেখা দেয়। এ সময় পশ্চিমা জোট একত্রিত হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ওই সময় ইরান সরকারে দোসর হিসেবে জানজানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তাই বিভিন্ন দেশের কাছে গোপনে তাকে তেল বিক্রি করতে হয়েছে বলে দাবি করে আসছেন জানজানি।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে