ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

২০২৪ মে ০১ ১৪:৫৩:১০
সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে।

শনিবার সিঙ্গাপুরের ল্যাব্রাডর পার্কের বারলিয়ারশেডে এই উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সাবেক ছাত্রদের নিয়ে গঠিত হয় এই সংগঠন।

সংগঠনটি সিঙ্গাপুরে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতে কাজ করছে।

বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩১ উদযাপন অনুষ্ঠানে চার শতাধিক অতিথির আগমন ঘটে। অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান অতিথিদের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো। বিপুল উপস্থিতি বর্ষবরণ উৎসবকে করে তোলে প্রাণবন্ত এবং উৎসবমুখর।

বর্ষবরণ উৎসব সাজানো হয়েছিল বৈশাখের গান, নৃত্য, লাকি ড্র, অডিয়েন্স অ্যাঙ্গেজিং গেমসহ নানা আয়োজনের দিয়ে। আগত অতিথিদের জন্য ঘরোয়া রেস্তোরাঁ থেকে দুপুরের খাবারের জন্য পদ্মার ভাজা ইলিশের সঙ্গে পান্তা ভাত, বাহারি রকমের ভর্তার আয়োজন করা হয়। বিকেলে জলখাবারের জন্য ছিল সিঙ্গারা, সমুচা, ভেজিটেবল রোল, নাগেট ও মসলা চা। রাতের খাবারের পর্ব সাজানো হয়েছিল খাসির রেজালা, পোলাও রোস্ট ও সবজি দিয়ে।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান তার বক্তব্যে সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানিয়ে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশী জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডালিমুজ্জামান সবাইকে অভিনন্দন জানিয়ে পুরনো বছরের সব দুঃখ ভুলে নতুন করে শুরু করার আহ্বান জানান।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে