ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

২০২৪ মে ০১ ১৪:১২:১৬
যুক্তরাষ্ট্রে কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী ওই শিক্ষক রিগান গ্রেকে গত মাসের প্রথম দিকে গ্রেফতার করা হয়।

১৫ বছর বয়সী ওই কিশোরের ২০২০ সালে লিটল রকের ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চে গ্রে-এর সাথে প্রথম দেখা হয়েছিল। শিক্ষক গ্রে চার্চে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

সেই সময়, কিশোরীর বাবা-মা ছেলেটির সেল ফোনে শিক্ষকের পাঠানো বেশ কয়েকটি আপত্তিকর টেক্সট বার্তা দেখতে পান। আদালতের তথ্য অনুসারে, এরপর তারা ওই নারীর বিরুদ্ধে চার্চের একজন সিনিয়র যাজকের কাছে অভিযোগ করেন।

তদন্তে জানা যায়, ওই শিক্ষক কিশোরকে নগ্ন ছবি পাঠাতেন। অভিযোগ প্রকাশের পর তিনি চার্চের স্বেচ্ছাসেবক হিসেবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পান।

একজন গির্জার নেতা ইউএস ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (এফবিআই) বলেছেন যে ২০২৩ সালে একটি কাউন্সেলিং সেশনে, শিক্ষক গ্রে কিশোরের সাথে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছেন।

ওই কিশোর জানান, কখনো শিক্ষকের গাড়িতে আবার কখনো শিক্ষকের বাসায় যৌন হয়রানির এসব ঘটনা ঘটে।

অভিযোগের পর গির্জার ওই নেতা ওই শিক্ষকের দায়ভার মাথায় নিয়ে গত মাসে পদত্যাগ করেন।

তদন্ত অব্যাহত থাকাকালীন গ্রে সিলভিয়ান হিলস মিডল স্কুলে শিক্ষক হিসেবে রয়ে গেছেন। গত ফেব্রুয়ারিতে তাকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়।

এরপর গ্রে-এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা হয়েছে। পরে তাকে ২০,০০০ ডলারের বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে