ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

তীব্র তাপদাহে নজর কেড়েছে ‘এসি হেলমেট’

২০২৪ এপ্রিল ২৮ ১০:০২:১৬
তীব্র তাপদাহে নজর কেড়েছে ‘এসি হেলমেট’

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তাপদাহে নজর কেড়েছে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত এসি হেলমেট। আবহাওয়ার কথা মাথায় রেখে এই হেলমেট তৈরি করেছে ওই ছাত্র। দেশটিতে ব্যটারিচালিত এই হেলমেট নিয়ে চলছে বেশ আলোচনা।

জানা গেছে, ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট তৈরি করা হয়। ব্যাটারিচালিত এই হেলমেটগুলো রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ট্রাফিক পুলিশদের।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদেরও এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে।

এছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই হেলমেট দেওয়া শুরু হয়।

এদিকে অনলাইনে এই হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরণের হেলমেট যে কেউ-ই কিনতে পারবেন।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে