ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

টিকফা নিয়ে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ

২০২৪ এপ্রিল ২১ ১০:২৪:৩৮
টিকফা নিয়ে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক আজ রোববার অনুষ্ঠিত হবে।

বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ওয়াশিংটন এবং ঢাকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিন দিনের সফরে এরই মধ্যে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। কূটনৈতিক সূত্রের দাবি, বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও চলমান জটিলতা নিরসনে প্রতিনিধি দল আলোচনা করবে।

ওয়াশিংটন শ্রম সংস্কার, বৌদ্ধিক সম্পত্তি এবং তথ্য সুরক্ষা আইনের মতো বিষয়গুলিতে ফোকাস করবে। উল্টো এসব বিষয়ে বাংলাদেশ তাদের অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য সুবিধা চাইবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৈঠকের জন্য বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে শ্রম ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থার রোডম্যাপ অনুযায়ী যেসব সংস্কার বাস্তবায়িত হয়েছে সেগুলো তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা হবে।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে