ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

৩ লাখ ডলারের খেলনা চুরি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ৪

২০২৪ এপ্রিল ১৫ ১৪:৪৪:২৩
৩ লাখ ডলারের খেলনা চুরি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ৪

প্রবাস ডেস্ক : শহরে একটু স্বচ্ছল পরিবারে বেড়ে ওঠা শিশুদের পছন্দের তালিকায় থাকা খেলনাগুলোর একটি খেলনা হল লেগো। তবে, সেই স্মৃতিবিজরিত খেলনার কালো বাজারের খোঁজ মিলল যুক্তরাষ্ট্রে।

ঘটনা লস অ্যাঞ্জেলসের। সম্প্রতি শহরের বিভিন্ন রিটেইল স্টোর থেকে লেগো চুরি করে কালো বাজারে বিক্রি করা এক অপরাধী চক্র ধরা পড়েছে।

এই সপ্তাহে মার্কিন সংস্থা ‘ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি)’ ঘোষণা দিয়েছে, তারা চার জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যাদের বিরুদ্ধে ‘প্রায় তিন লাখ ডলারের’ খেলনার লেগো সেট চুরির অভিযোগ আছে।

অভিযুক্তরা, টার্গেট, হোম ডিপো ও লোউই’স-এর মতো সুপার স্টোর চেইনের লেগোর স্টক চুরি করে সেগুলো কালো-বাজারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

আর পরবর্তীতে সেগুলো সাশ্রয়ী দামে অনলাইনে বিক্রি করতেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিত চুরি ও অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগ তোলা হয়েছে।

সেই চারজনকে গ্রেপ্তারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে সিএইচপি। চুরি করা লেগো সেটের মধ্যে রয়েছে ৯২১টি লেগোর পিসওয়ালা ‘মিলেনিয়াম ফ্যালকন’, যার বাজারমূল্য ৮৫ ডলার।

আরও ৬১৬৭টি লেগোর পিসওয়ালা ‘লর্ড অফ দ্য রিংস রিভেন্ডেল’ সেট, যার বাজারমূল্য পাঁচশ ডলার, ‘লায়ন নাইট’স ক্যাসল’, যেটির দাম চারশ ডলার ও ১৪৫৮টি লেগোর পিসওয়ালা ‘পোর্শে ৯১১’ সেট, যেটির দাম ১৭০ ডলার।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য সংগ্রহযোগ্য খেলনার মতো, লেগো সেটগুলি অপরাধীদের অন্যতম লক্ষ্য। ২০২১ সালে, ফরাসি আইন প্রয়োগকারী ঘোষণা করেছে যে তারা একটি আন্তর্জাতিক লোগো অপরাধের রিং তদন্ত করছে।

একই বছর, আইন প্রয়োগকারীরা চুরি করা লেগোস বিক্রি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে একজন দোকানের মালিককে গ্রেপ্তার করে।

এমনকি রসিকতা করে, তদন্তের নাম 'অপারেশন: মন্ডল অর্গানাইজড রিটেইল থেফট' বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে