ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতিহাস গড়ল সৌদি সিনেমা

২০২৪ এপ্রিল ১৫ ১৪:৩২:১৬
ইতিহাস গড়ল সৌদি সিনেমা

প্রবাস ডেস্ক : ১৯৯০ এর দশকে সৌদি আরবে শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধ করা হয়েছিল। এটি একটি দীর্ঘ সময়ের জন্য চালু করা হয়েছে। যাইহোক, ২০১৮ সালের দিকে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান অর্থনীতিকে চাঙ্গা করতে নিষেধাজ্ঞা তুলে নেন।

সেই থেকে শিল্প-সংস্কৃতির চর্চা উন্নতির পথে এগিয়ে চলেছে। এবার আরেক ইতিহাস গড়ল সৌদি আরবের সিনেমায়। প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে দেশটি।

আসন্ন ৭৭তম আসরের স্বর্ণপাম বিভাগে অফিসিয়াল মনোনয়ন পেয়েছে তৌসিফ আলজায়েদি পরিচালিত সিনেমা ‘নোরা’।

ছবিটিতে নব্বই দশকের সৌদি সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। যখন সৌদি আরবে শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধ ছিল। সে সময়ের একটি মেয়ের সংগ্রামী গল্প তুলে ধরেছেন নির্মাতা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স। তিনি বলেন, উৎসব চলবে ১৫ থেকে ২৫ মে পর্যন্ত।

এই বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। অন্যদিকে, এবারের আসরে সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন ‌‘স্টার ওয়ার্স’ স্রষ্টা জর্জ লুকাস।

মিস ইউনিভার্সে কি প্রথমবারের মতো নাম লেখাচ্ছে সৌদি আরব?মিস ইউনিভার্সে কি প্রথমবারের মতো নাম লেখাচ্ছে সৌদি আরব?

এবারের উৎসবে সিনেপ্রেমীরা আরও কিছু অসাধারণ মুহূর্তের সাক্ষী হবেন। ভারতীয় চলচ্চিত্র 'অল উই ইমাজিন আস লাইট' ৩০ বছর পর পালমে ডি'অর পুরস্কারের জন্য লড়াই করার সুযোগ পেয়েছে।

মুম্বাইয়ের দুই নার্সকে নিয়ে সিনেমার গল্প। এটি প্রযোজনা করেছেন পায়েল কাপাডিয়া।

এছাড়াও, ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির চলচ্চিত্র 'সন্তোষ' উৎসবের আন সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে। দুটি সিনেমাই পরিচালনা করেছেন দুই নারী। এর আগে ভারত থেকে শুধু নারী পরিচালক মনোনয়নের খবর শোনা যায়নি।

এবারের উৎসবে জায়গা করে নিয়েছে চীনের চলচ্চিত্রও। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত ‘কট বাই টাইড’।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে