ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় আর গাড়ির লাইসেন্স নবায়ন করতে হবে না!

২০২৪ এপ্রিল ১৪ ১৫:৪০:২৭
কানাডায় আর গাড়ির লাইসেন্স নবায়ন করতে হবে না!

প্রবাস ডেস্ক : অন্টারিওর প্রিমিয়ার ডাউ ফোর্ড বলেছেন, কানাডার অন্টারিও গাড়ী চালকরা শীঘ্রই প্রতি বছর তাদের গাড়ির লাইসেন্স নবায়ন করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। কারণ প্রদেশটি লাইসেন্স নবায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য কাজ করছে।

সম্প্রতি টরন্টোতে এক সংবাদ সম্মেলনে ডাউ ফোর্ড এই ঘোষণা দেন।

অন্টারিওর সড়কে মেয়াদোত্তীর্ণ নম্বর প্লেটের গাড়ি বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রিমিয়ার বলেন, ‘আমরা এই ব্যাপারটি পুরোপুরি শেষ করতে চাই। গাড়ি রেজিস্ট্রেশনের প্রথম ধাপ আমরা শেষ করেছি, স্টিকার ব্যবস্থার অবসান ঘটিয়েছি।’

তিনি বলেন, ‘এখন আমরা পুনঃরেজিস্ট্রিকরণের অবসান ঘটানোর লক্ষে কাজ করছি। পুনঃরেজিস্ট্রিকরণের কাজটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, তাই এ নিয়ে মানুষের উদ্বিগ্ন হবার কারণ নেই।’

পরিবহন মন্ত্রণালয় (এমটিও) টরন্টোর সিটিভি নিউজকে নিশ্চিত করেছে যে, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত অন্টারিওতে ১০ লাখ ১৫ হাজার ১৩৯টি গাড়ি মেয়াদোত্তীর্ণ নম্বর প্লেট নিয়ে চলাচল করছিল।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, শুধুমাত্র ভালো চালকরাই স্বয়ংক্রিয় নবায়ন পাবেন। এর মানে হল যে চালকদের পার্কিং টিকিট দেওয়া হয়েছে বা যারা টোল বিল পেয়েছেন তাদের নিজেদের উদ্যোগে কাজটি করতে হবে প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে।

অন্টারিওর প্রাদেশিক পুলিশ সার্জেন্ট কেরি স্মিডট আগে বলেছিলেন, এখন প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন হওয়ায় গাড়িচালকরা ক্রমেই আরও বেশি সংখ্যায় নবায়নের বিষয়টি ভুলে যাচ্ছেন।’

শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে