ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

মদ নিয়ে নতুন যেসব নির্দেশনা দিল দুবাই

২০২৪ এপ্রিল ১২ ১৯:৩৮:২৬
মদ নিয়ে নতুন যেসব নির্দেশনা দিল দুবাই

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত অ্যালকোহল নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। দেশের বেশিরভাগ এলাকায় মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় আইনত নিষিদ্ধ নয়।

শুক্রবার (১২ এপ্রিল) খালিজ টাইমস জানিয়েছে, মদ্যপানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাই।

দুবাইয়ে মদ্যপানের ক্ষেত্রে বয়সসীমা ও লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। শহরটিতে মদ বা মদজাতীয় পানীয় গ্রহণের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাইয়ে ২০২৩ সালে মদ বা মদজাতীয় পানীয় ক্রয়বিষয়ক আইন শিথিল করা হয়েছে। রাজ্যটিতে মদের ওপর ৩০ শতাংশ করও প্রত্যাহার করা হয়েছে। ফলে পর্যটক ও স্থানীয়দের কাছে এটি আরও সহজলভ্য হয়ে ওঠে।

আইনানুসারে দুবাইসহ আরব আমিরাতের সর্বত্রই মদ্যপান ও কেনার জন্য ২১ বছর বয়স হতে হবে। এর চেয়ে কমবয়সী কোনো ব্যক্তি সেখানে এসব কেনা ও গ্রহণ করতে পারবেন না।

মদ্যপানের বিষয়ে সেখানে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মধ্যপ্রাচ্যের এই শহরটিতে যেখানে সেখানে মদ্যপান নিষিদ্ধ। রেঁস্তোরা বা লাউঞ্জে বসে মদ্যপান করতে হবে। এ ছাড়া লাউঞ্জ বা রেস্তোরাঁর বৈধ লাইসেন্স থাকতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়ি বা থাকার জায়গায় মদপান করা যাবে। তবে সেক্ষেত্রেও লাইসেন্সে রয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে দেশটির আইন অত্যন্ত কড়া।

এই আইন লঙ্ঘন করলে আদালত জরিমানা নির্ধারণ করবেন। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সে ২৩টি কালো পয়েন্ট যুক্ত হবে। এ ছাড়া গাড়িটি ৬০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে।

দুবাইতে মদ কেনা যাবে না। শহরের কারও কাছে মদ বিক্রিও নিষিদ্ধ। এটি কেনার জন্য লাইসেন্স করা আবশ্যক। কিন্তু লাইসেন্সিং প্রক্রিয়া খুবই সহজ করেছে শহটির কর্তৃপক্ষ। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে।

অনলাইন ছাড়াও, যে কেউ সরাসরি মদের দোকানে আবেদন করে লাইসেন্স পেতে পারেন।

লাইসেন্সের জন্য দেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র আবশ্যক। আবেদন করার পর যে কেউ অ্যালকোহল কিনতে পারেন।

শেয়ারনিউজ, ১২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে