ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপিত

২০২৪ এপ্রিল ১০ ২২:১১:২১
ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপিত

প্রবাস ডেস্ক : ফ্রান্সে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় পরিবেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি ও ফ্রান্সসহ ইউরোপের প্রায় সব মুসলিম দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদ উপলক্ষে অভারভিলা বাংলাদেশি জাতীয় মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারসহ বেশ কয়েকটি স্থানে সকাল সোয়া সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিটি জামাতে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।

জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। তবে ছুটির দিন না থাকায় অনেক প্রবাসীকে নামাজ পড়ে কর্মস্থলে যেতে দেখা যায়। নামাজ শেষে দেশে অবস্থানরত স্বজনদের কথা ভেবে আবেগে আপ্লুত হন অনেক প্রবাসী বাংলাদেশি।

ফ্রান্সের রাজধানী প্যারিস ছাড়াও অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই ও লিলসহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে