ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সূর্যগ্রহণের সময়ে আমেরিকায় এলোপাথাড়ি গুলি মহিলার

২০২৪ এপ্রিল ০৯ ২২:১৫:৩৪
সূর্যগ্রহণের সময়ে আমেরিকায় এলোপাথাড়ি গুলি মহিলার

প্রবাস ডেস্ক : সূর্যগ্রহণের সময় ঈশ্বরের নির্দেশ দিয়েছেন। তাই হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লেন। এলোপাথাড়ি চালাতে থাকেন গুলি। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

ফ্লোরিডার এক নারীর আচরণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে গুলি শেষ হওয়ার পর ওই নারীকে আটক করা হয়।

সোমবার (০৮ এপ্রিল) বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা ছিল সূর্য। এতটা সময় ধরে গ্রহণ গত ৫০ বছরেও হয়নি। এই সময়কালের জন্যই এই গ্রহণকে বিরলতম বলেছেন বিজ্ঞানীরা।

স্বাভাবিকভাবেই, এই সূর্যগ্রহণ নিয়ে উন্মাদনায় ছিল সবাই। বিশেষ করে আমেরিকান জনসাধারণের মধ্যে এই দত্তক গ্রহণের সাক্ষী হওয়ার জন্য প্রচুর উৎসাহ ছিল।

কিন্তু ধাক্কা খাওয়া শেষ হওয়ার পরেই। ফ্লোরিডার একটি হোটেল থেকে টেলন সেলেস্টাইন নামে এক মহিলা চেক আউট করেছেন।বেরনোর সময়ে ২২ বছর বয়সি ওই মহিলা হোটেলের কর্মীদের জানান, ‘গ্রহণের সময়ে ঈশ্বর আদেশ দিয়েছেন। তাই আমি গুলি করতে বেরচ্ছি।’

এই কথা বলেই গাড়ি আর হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েন। হাইওয়েতে ওঠার পর মাত্র ৮ কিলোমিটার এগিয়েই একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালান। ফলে গাড়ির কাঁচ ভেঙে গিয়ে গুলি লাগে ওই গাড়ির চালকের হাতে।

খানিকটা এগিয়ে আরও একটি গাড়িতে একইভাবে গুলি চালান টেলন। ওই গাড়ির চালকের গলায় গুলি লাগে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রায় ২৬ কিলোমিটার পথ এইভাবে গুলি করতে করতে গাড়ি চালিয়েছেন টেলন। অবশেষে তাঁর নাগাল পায় সড়ক পুলিশ।

টেলনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে একটি রাইফেল এবং একটি হ্যান্ডগান মিলেছে।

খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ওই মহিলার কাছে কী করে এত অস্ত্র এল, সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে