ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ঝড়ের শেয়ারবাজারে চার শেয়ারের বাজিমাত!

২০২৪ এপ্রিল ০৯ ১৬:২৫:১৬
ঝড়ের শেয়ারবাজারে চার শেয়ারের বাজিমাত!

নিজস্ব প্রতিবেদক : উত্থানের দাপটে নতুন মাইলস্টোন স্পর্শ করলো ভারতের শেয়ারবাজার। আজ মঙ্গলবার সেনসেক্স পার করল ৭৫ হাজার। সূচক বাড়ল ৩৮১ পয়েন্ট। নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০। আজ শেয়ারবাজারে বড় বেশি চাঙ্গা হয়েছে টাটা মোটর্স, ইনফোসিস, টিসিএস ও উইপ্রোর শেয়ার। ভারতের টিভি৯বাংলা এই তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের শেয়ারবাজারের উত্থান গত কয়েক দিন ধরে অব্যাহত রয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের মৌসুমে বাজার আপাতত চাঙ্গাই থাকবে। এই চাঙ্গাভাব চলবে বলেই মত তাদের।

তবে একইসঙ্গে যেহেতু শেয়ারবাজার, তাই পতনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেও হবে না বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

তাঁরা বলছেন, শেয়ারবাজারের উত্থানের কথা শুনতে সবারই ভালো লাগে। তবে বাজারে দরপতনেরও প্রয়োজন রয়েছে। কারণ, বাজার না পড়লে নতুন বিনিয়োগের সুযোগ থাকে না।

গত বছর ছোট মূলধনী কোম্পানি এবং মাঝারি মূলধনী কোম্পানির শেয়ারের দাম খুব বেড়েছে। তবে গত কয়েকদিন ধরে যে শেয়ারবাজার বাড়ছে তাতে ব্লু চিপ বা বড় মূলধনী কোম্পানির শেয়ারগুলিই হু হু করে বাড়ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার ও অটোমোবাইল খাতের শেয়ার অত্যন্ত দ্রুত বাড়ছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সেনসেক্স ৭৫ হাজার পার করল। এবার দেখার বিষয় সপ্তাহের শেষে এটা কততে দাঁড়ায়। যারা প্রচুর লাভ ঘরে তুলেছে, তারা শেয়ার বিক্রি করে সেই টাকা পকেটে ভরবেন, নাকি বিনিয়োগ চালিয়ে যাবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে একটি পক্ষ বলছে, ভারতের শেয়ারবাজার আরও বাড়বে।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে